নববর্ষের আলোকে আমার কবিতা
শুভ নববর্ষের কবিতা (চতুর্থ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


পুরাতন বর্ষকে বিদায় জানিয়ে নববর্ষ আগমনের পালা। বাঙালির নববর্ষ উৎসবে আঁধার কেটে আলো আসুক সকলের জীবনে । আর এই কামনা করেই শুরু হোক নতুনকে বরণ। পুরাতন যত গ্লানি ধুয়ে মুছে সাফ হয়ে রঙিন হয়ে উঠুক বাঙালির নববর্ষ উৎসব।  অন্ধকারকে বিদায় জানিয়ে নতুন আলোর দিগন্তে সকলকে জীবনকে আলোয় ভরিয়ে দিন
এসো হে বৈশাখ, এসো এসো, শুভ নববর্ষ ১৪২৯।


নতুন বছরে নতুন আলোয়
প্রকৃতি হাসিছে আজি,
রাঙাপথ বাঁকে ফুলকলি শাখে
বিকশিত পুষ্পরাজি।


পূরব দিশায় কিরণ ছড়ায়
নতুন দিনের রবি,
সোনালী আলোয় যেন মনে হয়
নতুন রঙিন ছবি।


অজয়ের বাঁকে ঘাটে তরুশাখে
পাখিদল গীত গায়,
ঘাট হতে দূরে রাখালিয়া সুরে
রাখাল বাঁশি বাজায়।


সাঁঝের আকাশে চাঁদ তারা হাসে
ফুটফুটে জোছনায়,
সুপ্রভাত হয় সমীরণ বয়
তরুশাখে পাখি গায়।