অজয় নদীর ঘাটে পূবে সূর্য ওঠে,
নদী ‌ধারে কাশবনে কাশফুল ফোটে।
নদীজলে কল কল কলরব হয়,
গাছে গাছে পাখি ডাকে সমীরণ বয়।


নদীবাকে আসে উড়ে বলাকার দল,
নদীজল কল কল করে কোলাহল।
খেয়াঘাটে মাঝিভাই চলে তরী বেয়ে,
মাঝিভাই বৈঠা বায় ভাটিয়ালি গেয়ে।


সারাদিন খেয়া পার শেষ হলে পরে,
তরীখানি তটে রাখি যায় মাঝি ঘরে।
কল কল বেগে নদী বয়ে চলে যায়,
সাঝের আধার নামে নদী কিনারায়।


জোছনার রাশি ঝরে অজয়ের ঘাটে,
পূবদিকে রবি ওঠে কালো রাত কাটে।