নামল আঁধার গাঁয়ে
লক্ষ্মণ ভাণ্ডারী


সাঁঝ আকাশে উঠল তারা
নামল আঁধার গাঁয়ে,
বাঁশের বনে আঁধার ঘনায়
কাজলা দিঘির বাঁয়ে।


মন্দিরে বাজে কাঁসর ঘণ্টা
সাঁঝের সানাই বাজে,
তুলসী তলে প্রদীপ জলে
মাটির আঙিনা মাঝে।


পথের ধারে আঁধার নামে
আকাশে তারারা জ্বলে,
আঁধার নামে নির্জন ঘাটে
অজয় নদীর জলে।


দূরের গ্রামে জ্বলিল দীপ
শেয়ালের দল হাঁকে,
নদীর চরে জোছনা হাসে
অজয় নদীর বাঁকে।


ঘুমিয়ে পড়ে কিষাণ পাড়া
রাত্তির গভীর হয়,
নিশুতি রাতে অজয় নদী
আপন বেগেতে বয়।