নররূপে নারায়ণ দাও প্রভু দরশন
আমার প্রাণের ঠাকুর (দশম পর্ব)
            কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


কলির ঠাকুর শ্রী অনুকূল
এসেছেন এই ধরায়,
সময় থাকতে দীক্ষা নাও
সময় যে চলে যায়।


সত্সঙ্গ দেওঘর ধামেতে
চলো আমার মন,
যেথায় ভক্তের সাথে হয়
ভগবানের দরশন।


কলিযুগে প্রাণের ঠাকুর
এলেন এই ধরাধামে,
কোটি কোটি মানুষ এসে
দীক্ষা নিলো সতনামে।


যজন যাজন ইষ্টভৃতি করে
ইষ্টপ্রাণ ভক্তজন,
অন্তিমে সেই নামের গুণে
হয় বৈকুণ্ঠে গমন।


রাধানামের ভিড়লো তরী
ডাকে ভবের কাণ্ডারী।
প্রভু মোরে পার করো কয়
কবি লক্ষ্মণ ভাণ্ডারী।