নররূপে নারায়ণ দাও প্রভু দরশন
আমার প্রাণের ঠাকুর (তৃতীয় পর্ব)
            কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


ওগো প্রভু জ্যোতির্ময় দয়া কর দয়াময়
নররূপে তুমি নারায়ণ,
তুমি যে করুনাময় তব পদে মতি রয়
দাও প্রভু রাঙা শ্রীচরণ।


জন্ম হিমায়েতপুরে পরে এলে দেওঘরে
গড়িলে আশ্রম তপোবন,
দেওঘর পূণ্যধাম ধরণীর স্বর্গধাম
ধরিত্রীর নন্দন কানন।


ভক্তবাঞ্ছা পূর্ণকারী সত্যযুগের শ্রীহরি
ত্রেতাযুগে তুমি হলে রাম।
তুমি রাম তুমি কৃষ্ণ তুমিই শ্রীরামকৃষ্ণ
কলিযুগে অনুকূল নাম।


মানুষের পাশে এসে মানুষেরে ভালবেসে
সবাকারে করিলে আপন,
দীক্ষার প্লাবন এল কোটি কোটি দীক্ষা হল
ধন্য হল মানব জীবন।


সতনামে দীক্ষা নাও রাধানাম সদা গাও
অবিরত জপ রাধানাম,
শোকতাপ দূরে যাবে রোগ হতে মুক্তি পাবে
জপ নাম সদা অবিরাম।