নররূপে নারায়ণ দাও প্রভু দরশন
আমার প্রাণের ঠাকুর (চতুর্থ পর্ব)
            কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


প্রাণের ঠাকুর দয়াল আমার
নররূপে নারায়ণ তুমি,
পাবনা জেলার হিমায়েতপুর
হল তব পূণ্য জন্মভূমি।


জীব উদ্ধারিতে আসিলে ধরাতে
ওগো প্রভু তুমি জ্যোতির্ময়,
প্রেমের ঠাকুর প্রাণের দেবতা
হে দয়াল! তুমি দয়াময়।


তব কৃপা লভি সকলি পেয়েছি
মম দুঃখ দৈন্য হল দূর,
বিপদে আপদে হাত ধরো প্রভু
তুমি মোর প্রাণের ঠাকুর।


দিকে দিকে তব জয়গান শুনি
মানুষেরে দেখালে যে পথ,
সেই পথে গেলে তব দেখা মেলে
পূর্ণ হয় সব মনোরথ।


মানুষ আপন টাকা হল পর
গাহিলে মানব জয়গান,
আমার ঠাকুর সবার দেবতা
তাঁর কাছে লহ সতনাম।