নররূপে নারায়ণ দাও প্রভু দরশন
আমার প্রাণের ঠাকুর (পঞ্চম পর্ব)
            কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


নররূপে নারায়ণ, তুমি ভগবান,
প্রাণের ঠাকুর তুমি সর্বশক্তিমান।
রাতুল চরণে তব দিও প্রভু ঠাঁই,
নিশিদিন অবিরাম তব নাম গাই।


তুমি প্রভু দয়াময় দেবতা আমার,
পরম কারণ তুমি অখিলের সার।
তুমি রাম তুমি কৃষ্ণ তুমি নারায়ণ,
অন্তিমেতে পাই যেন রাতুল চরণ।


অকূলের কূল তুমি তুমি অনুকূল,
তব নাম জপে সদা ভাঙে সব ভূল।
জীবের জীবন তুমি অগতির গতি,
তব চরণেতে যেন থাকে মম মতি।


আমার মস্তকে তব রাখ শ্রীচরণ,
নররূপে নারায়ণ দাও দরশন।