নররূপে নারায়ণ দাও প্রভু দরশন
আমার প্রাণের ঠাকুর (নবম পর্ব)
            কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


নররূপে নারায়ণ জগদ্বন্ধু জনার্দন
কলির ঠাকুর তুমি এধরার,
তুমি দীনের বন্ধু পার করো ভবসিন্ধু
আমায় করো হে প্রভু পার।


তুমি প্রভু দয়াময় তব পদে মতি রয়
মানবের রূপে তুমি ভগবান,
দয়াল ঠাকুর তুমি ওগো প্রভু অন্তর্যামী
ভক্তি আর শ্রদ্ধা করো দান।


রামরূপে অবতার নাশিতে রাক্ষস ভার
ত্রেতাযুগে বধিলে রাবণ,
দ্বাপরেতে কৃষ্ণরূপে নাশিলে মথুরা নৃপে
কংসরাজা করিলে নিধন।


তুমি কলির ঠাকুর নামে হয় দুঃখ দূর
ঠাঁই দাও রাতুল চরণে,
দিবানিশি তব নাম জপি আমি অবিরাম
অবিরত শয়নে স্বপনে।


তুমি প্রভু অন্তর্যামী আমার জীবনস্বামী
কলিযুগে তুমি নর-নারায়ণ,
যদি তব কৃপা হয় লক্ষ্মণ ভাণ্ডারী কয়
দাও প্রভু তব রাতুল চরণ।