নররূপে নারায়ণ দাও প্রভু দরশন
আমার প্রাণের ঠাকুর   (প্রথম পর্ব)
            কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


নররূপে নারায়ণ
দাও প্রভু দরশন
দুঃখ প্রভু কর মোর দূর।


অগতির গতি তুমি
আমার জীবনস্বামী
তুমি প্রভু প্রাণের ঠাকুর।


বাংলাদেশে পাবনা শহরে
জন্ম নিলে হিমায়েত্পুরে
পিতা তব শিবচন্দ্র নাম।


জগজ্জননী যিনি,
মাতা তব মনমোহিনী
জপ নাম পাবে পরিত্রাণ।


পাপতাপ দূরে যাবে,
বাঞ্ছিত ফল পাবে,
সত্দীক্ষা করিলে গ্রহণ,


জপ নাম অবিরাম
সদা জপ রাধানাম
ধন্য হবে মানব জীবন।


সদগুরু যদি পাও
সতনামে দীক্ষা নাও
রাধানামের ভাসাও তরী,


জপ যদি রাধানাম
পূর্ণ হবে মনস্কাম
জপ নাম নিশিদিন ধরি।