নেতাজী সুভাষ তুমি (দেশাত্মবোধক কবিতা)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


নেতাজী সুভাষ নাম হে বীর কর্মী মহান
তুমি লড়েছো দেশের তরে,
শ্রীজানকী নাথ পিতা প্রভাবতী তব মাতা
জন্ম নিলে কটক শহরে।


পরাধীন দেশমাতা স্বদেশের স্বাধীনতা
করেছো সংগ্রাম দেশহিতে,
রক্ত দাও স্বাধীনতা দৃপ্ত তব এই কথা
চেতনা জাগায় প্রতি চিত্তে।


আজাদ সেনা-বাহিনী করিলে গঠন তুমি
শৌর্য বীর্যে তুমি পরাক্রম,
স্বপ্ন ছিল স্বাধীনতা তুমি বীর দেশনেতা
দেখাইলে বীরের বিক্রম।


শিখাইলে সবাকারে স্বদেশ হিতের তরে
দেশ প্রেম আর স্বাধীনতা,
সংগ্রাম আমরণ লক্ষ্য মাতৃ-মুক্তি পণ
সত্য তুমি প্রিয় রাষ্ট্রনেতা।


আজি শুভ জন্মদিনে সকলেই মনে প্রাণে
স্মরি আজি নেতাজি তোমায়,
তোমার আসন শূণ্য তুমি সবার বরেণ্য
দেশবাসী প্রণাম জানায়।