নবীন কবি-বরণ
                  লক্ষ্মণ ভাণ্ডারী


সু-স্বাগতম কবি সু-স্বাগতম।
কবিতার আসরে প্রথম আগমন।
                  সু-স্বাগতম কবি সু-স্বাগতম… … …


নতুন কবিগণ নতুন বছরে
এসেছো যারা কবিতার আসরে
মঙ্গলদীপ জ্বেলে, বন্দি আমি সকলে
                    করিনু তাদের নবরূপে বরণ।


সু-স্বাগতম কবি সু-স্বাগতম।
কবিতার আসরে প্রথম আগমন।
                   সু-স্বাগতম কবি সু-স্বাগতম… … …


নবীন কবি যত এই আসরে
এসো হে নবীন নতুন বছরে
চন্দনের ফোঁটা নিয়ে,
উত্তরীয় গলায় দিয়ে,
                   এসো আসরেতে নবীন কবিগণ।


সু-স্বাগতম কবি সু-স্বাগতম।
কবিতার আসরে প্রথম আগমন।
               সু-স্বাগতম কবি সু-স্বাগতম… … …


এসো এসো সবারে করি আহ্বান,
নতুন বছরেতে নতুনের অভিযান।
             গাহি তাদের জয়গান, বন্দনা-গীতি
             লহ কবি মোর শুভেচ্ছা আর প্রীতি।


নতুনের আহ্বানে, কবিতার বাগানে,
                      হোক শুরু কবিতার পুষ্প বরিষণ।


সু-স্বাগতম কবি সু-স্বাগতম।
কবিতার আসরে প্রথম আগমন।
সু-স্বাগতম কবি সু-স্বাগতম… … …


এসো হে নতুন!  করি আহ্বান
নতুনের তরে নতুনের অভিযান


গাহি আমি তাদের জয়,
                নব রূপে নব কিশলয়।


সু-স্বাগতম কবি সু-স্বাগতম।
কবিতার আসরে প্রথম আগমন।
                  
              সু-স্বাগতম কবি সু-স্বাগতম… … …


কবিতাতরুর শাখে
কবিতার রং লাগে,
             শ্যামলের গৌরবে নব কবিতার উদয়।
গাহি আমি তাদের জয়,
              নব নব রূপে জাগে নবীন কিশলয়।


বন্দনা করি তাই
সুসময় বয়ে যায়
এসো এসো সবে ভাই
            করিব কবির পূজা, হয়েছে সময়।
            নব নব রূপে জাগে নব কিশলয়।


সু-স্বাগতম কবি সু-স্বাগতম।
কবিতার আসরে প্রথম আগমন।
              সু-স্বাগতম কবি সু-স্বাগতম… … …


ফোটাও কবিতার ফুল
সুর আর ছন্দের মুকুল
              দিনে দিনে হোক কবিতার নব রূপায়ন।


সু-স্বাগতম কবি সু-স্বাগতম।
কবিতার আসরে প্রথম আগমন।
                   সু-স্বাগতম কবি সু-স্বাগতম… … …