অজয় নদীর ঘাটে,
সকলেই আসে হাটে।
হাট বসে রবিবারে,
অজয় নদীর পারে।


কেউ আসে বোঝা মাথে,
আসে কেউ থলি হাতে।
বেগুন, পটল, আলু,
লাউ আনে চাষী কালু।


হাটে ঘি বেচে গোয়ালা,
ধূতি বেচে তাঁতি ভোলা।
এখো গুড়ে ভরা হাঁড়ি,
পথে চলে গরু গাড়ি।


চাল ডাল আটা চিনি,
হাটে চলে বিকিকিনি।
এসে হাটে জুটে সব,
করে খুব কলরব।


বেলা যেই আসে পড়ে
সবে যায় ফিরে ঘরে।
নির্জন নদীর ঘাট,
আঁধারেতে কাঁদে হাট।