পবিত্রতম ঈদের কবিতা (ধর্মমূলক কবিতা)
কলমে – কবি লক্ষ্মণ ভাণ্ডারী


এসেছে ঈদ আজকে মোরা
সকলেই খুশি আজ,
ঈদগাহেতে যাবো মোরা
পরবো নতুন সাজ।


মাথায় টুপি পরে সবাই
নমাজ পড়তে যায়,
ঈদের খুশি ছড়িয়ে পড়ে
আজ সারা বসুধায়।


আজকে যখন ঈদের দিনে
সবাকার পুলক জাগে,
পথের ধারে কাঁদছে খুকি
একটি পয়সা মাগে।


আজকে যখন খুশির দিনে
আনন্দ সবাই করে,
অন্ধ বালক এসেছে আজ
জাকাত নেবার তরে।


কেঁদে কেঁদে গাইছে বালক
হে খোদা মেহেরবান,
হে আল্লাতালা, রহম করো
তোমারে করি সেলাম।