আমার গাঁয়ে মাটির ঘরে
মোরা সবে করি বাস,
গাঁয়ের পাশে অজয় নদী
বয়ে চলে বারো মাস।


গাঁয়ের মাঝে নয়ন দিঘি
পাড়ে সারি সারি গাছ,
নয়ন দিঘির কালো জলে
লাফায় কাতলা মাছ।


গাঁয়ের শেষে বটের ছায়ে
দোকান পেতেছে বুড়ি,
সকালে আর বিকাল বেলা
বেচে শুধু খই মুড়ি।


পাড়ার ছেলে বিকাল হলে
রোজ ফুটবল খেলে,
দিনের শেষে সোনালী সূর্য
রোজ ডুবে অবহেলে।


আমার গাঁয়ে আঁধার নামে
আকাশে তারারা ফুটে,
আমার গাঁয়ে দুপুর রাতে
পঞ্চমীর চাঁদ উঠে।