পরম দয়াল ওগো ঠাকুর
চরণে তব জানাই প্রণাম।
তোমার চরণ স্মরণ করি
এ জীবনে তোমায় পেলাম।


তোমার নামে দীক্ষা নিয়ে
ধন্য হল যে আমার জীবন।
জীবন প্রদীপ জ্বালিয়ে প্রভু
করলে তুমি তমসা হরণ।


মম অজ্ঞানতার অন্ধকারে
জ্বাললে প্রভু জ্ঞানের বাতি,
তোমারই নাম স্মরণ করি
নাম জপি আমি দিবারাতি।


এই নামে আসে সুখশান্তি
কেটে যায় বিশ্বের মহাভয়,
নাম স্মরণ করে যেই জন
সেই করতে পারে বিশ্বজয়।


এই নামে আছে যে মহাশক্তি
মহাশেল বজ্র স্তব্ধ হয়ে যায়,
এই নাম কাটে দুঃখের রাতি
সকলেই সুখ ও শান্তি পায়।


প্রণতি জানাই ওগো ঠাকুর
রাতুল চরণ-যুগলে তোমার,
তোমার নামে তোমার দানে
ধন্য প্রভু এ জীবন আমার।