পরমদয়াল প্রাণের ঠাকুর
আমার শ্রীশ্রীঅনুকূল,
জীবনে চলার পথে তুমি
হলে অকূলের কূল।


তাল নবমীর পূণ্য তিথিতে
এলে তুমি ধরাধামে,
বাংলাদেশে পাবনা জেলার
হিমায়েত্পুর গ্রামে।


মা মনমোহিনী, পিতা শিবচন্দ্র
ধন্য হিমায়েত্পুর,
সত্দীক্ষা দিয়ে সবাকার তুমি
দুঃখ করিলে দূর।


সত্দীক্ষা নিলে জীবনে কাটে
বিপদ, বাধা, ভয়,
সত্দীক্ষা নিয়ে পারবে তুমি
করতে ভুবন জয়।


প্রভাতে নিত্য করো ইষ্টভৃতি
সদা নাম কর জপ,
অহর্নিশি নাম স্মরণ করার
মানেই হল তপ।


যজন যাজন ইষ্টভৃতি করো
হয়ে ওঠো ইষ্টপ্রাণ,
সতনাম জীবের মুক্তি আনে
সবাই পায় পরিত্রাণ।