আজ পঁচিশে বৈশাখ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬ তম জন্ম-জয়ন্তী দিবস। আজকের পূণ্য প্রভাতে কবিগুরুর শ্রীচরণকমলে উত্সর্গীকৃত আমার ৯৫০ তম প্রয়াস। আজকের পবিত্রতম দিবসে আমাদের সকলের সংকল্প হোক দিনে অন্ততঃ একটি করে কবিতা প্রকাশ দেবার। এই সংকল্প হোক আমার, আপনার, আমাদের সবার।


আজ পঁচিশে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথের ১৫৬ তম জন্মবার্ষিকী। ১২৬৮ বঙ্গাব্দের (১৮৬১ সাল) এই দিনে তিনি জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ঘরে জন্মগ্রহণ করেন। ১৯৪১ সালের বাংলা ২২ শ্রাবণ মৃত্যুবরণ করলেও বাঙালির হৃদয়ে চির আসন করে নিয়েছেন তিনি। তিনি চির নতুনের কবি, বর্তমান এবং ভবিষ্যতের কবি। রবীন্দ্রনাথ তার লেখনীতে বাঙালির জীবন-যাপন, সংস্কৃতিকে যেমন তুলে ধরেছেন, তেমনি বাঙালির চিরদিনের হাসি-কান্না, আনন্দ-বেদনারও অন্যতম রূপকার তিনি। কবির ১৫৬ তম জন্ম জয়ন্তী দিবসে সশ্রদ্ধচিত্তে জানাই কবি প্রণাম।


পঁচিশে বৈশাখ
(আমার ৯৫০তম প্রয়াস)


প্রভাত কিরণে আজি পঁচিশে বৈশাখ,
অনাগত আগামীরে দিয়ে যায় ডাক।
তরু শাখে পক্ষী সব করিছে কুজন,
পঁচিশে বৈশাখে হেরি সুন্দর ভুবন।


হে কবি রবি ঠাকুর বিশ্বকবি তুমি,
রবি সম তেজপুঞ্জ তোমারে প্রণমি।
লিখিলে কবিতা কত কি আর কহিব?
হে কবি লহ প্রণাম, শ্রদ্ধাঞ্জলি তব।


পঁচিশে বৈশাখ আসে দীপ্ত কলেবরে,
কোকিলের কুহুতান সুমধুর স্বরে।
পঁচিশে বৈশাখ ফিরে আসুক আবার,
সৃষ্টি হোক ধরামাঝে লক্ষ কবিতার।


আসে পঁচিশে বৈশাখ, বর্ষ যায় চলে,
রয়ে যায় কবি স্মৃতি এই ধরাতলে।