কত ব্যথা বুকে নিয়ে
লিখেছি এই কবিতা
কবির ব্যথা কেউ বোঝে না।
ব্যথা নিয়ে আমি
বেঁধেছি যে ঘর,
সুখের সূর্য সেথা ওঠে না।
প্রতিদিন ওঠে
সূর্য সকালে
রাত কেটে হয় ভোর।
ওঠে না সূর্য
হয় না সকাল
জীবন আঁধারে মোর।
নয়নের জলে
ভাসিল সাগর
নিঃশ্বাসে দীপ গেল নিভে।
নদী মাঝ থেকে
এসে কিনারায়
তরীখানি গেল বুঝে ডুবে।