তেলে আর জলে কোনদিন মিশে না।
বিড়াল ঘুরে পাড়াময়, কভু গাছে ওঠে না।
মিথ্যার মেঘে ঢাকা
সত্যের সূর্যকে
আকাশে কখনো দেখা যায় না।
যেমন কর্ম পাবে ফল,
পাপ অথবা পূণ্যফল
পাপের হাত থেকে কেউ রেহাই পায় না।
করো পূণ্য পাবে সুখ
ধর্ম করো ঘুচবে দুখ
সুন্দর জীবন নষ্ট হয় পাপের প্রকোপে।
নিত্য মিথ্যা বলে যারা
পাপের ভাগী হয় তারা,
পাপের ভারে মেদিনী ওঠে কেঁপে।
নরহত্যায় হয় পাপ
ব্রহ্মহত্যা মহাপাপ
রামায়ণে রত্নাকর জ্বলন্ত প্রমাণ।
না করেও পাপ কভু
লভেছেন পূণ্য শুধু
পাপপূণ্য, ধর্মকর্ম, তিনিই স্বয়ং ভগবান।
পাপের মশাল
জ্বলছে যেথায়,
সেথায় হয় ভূতের মুখে রামনাম।
পূণ্যের মোমবাতি,
জ্বলে যদি দিবারাতি
ক্ষীণতেজেও আলোকিত হয় ধরাধাম।
করিও না কভু পাপ,
নিওনা কারও অভিশাপ
পাপিষ্ঠ মানব হয় দানব দুর্মতি।
ওগো প্রভু দয়াময়,
তুমি যে করুণাময়
তবে পদে থাকে যেন মতি।
ভক্তের ভগবান
তুমি সর্বশক্তিমান
হে করুণাসিন্ধু! অগতির গতি।
আমি অতি মূঢ়মতি
না জানি মিনতি স্তুতি,
লহ দেব, কোটি কোটি কবির প্রণতি।