কোন এক কুক্ষণে হয়েছিল দ্বিতীয় বিশ্বমহাযুদ্ধ
আর এই যুদ্ধে শুধুমাত্র রাষ্ট্রই বিপন্ন হয় নি।
ভেঙে গেছে দেশ, মৃত্যু হয়েছে স্বাধীনতার।
মানুষ হয়েছে, মিথ্যাবাদী, ঠক, প্রতারক,
মানুষ আজ নয়কো মানুষ।
পৃথিবীটা হয়ে গেছে টাকার গোলাম।
স্বার্থের চাবুক মেরে, একদল স্বার্থন্বেষীর দল
মানুষের সবকিছু কেড়ে নিতে চায়।
ওদের আপনারা চিনে রাখুন।
ইতিহাস এখনও কথা বলে।
ইতিহাস এদের মার্জনা করবে না কোনদিন ।
যারা চালে, তেলে ভেজাল দিয়ে
নিরীহ মানুষগুলোকে মৃত্যুর মুখে ঠেলে দেয়।
ওরা খুনী, ওদের বিচার চাই।
ফাঁসির মঞ্চে ওদের তোলা হোক।
আর তাহলেই সফল হবে
নিরন্ন মানুষদের সংগ্রাম।
আসুন, আমরাও ওদের সাথে
সংগ্রামে নেমে পড়ি।
দিন আগত।  ঐ শুনি তার পদধ্বনি।
ইতিহাস আজও কথা বলে।