সবকিছু পেয়েও, না পাওয়ার ব্যথাকে
যারা ভুলতে পারে না।
সবকিছু হারিয়ে, ফিরে না পাওয়ার
দুঃখকে যারা ভুলতে পারে না।
যারা নিজে কাঁদে, কিন্তু অপরকে কাঁদায় না।
যাদের বুক ফাটে, তবু মুখ ফোটে না,
তারাই মানুষ, তারাই দেবতা।
কবির কণ্ঠে প্রতিনিয়ত ধ্বনিত হয়
তাদেরই জয়গান।
এদেরই বেদনা দিলে ভগবান কাঁদে।
এদেরই আঘাত দিলে
সেই আঘাত লাগে ভগবানের বুকে।
এদেরই দুঃখ দিলে,
আকাশ কাঁদে, বাতাস কাঁদে,
কাঁদে পশুপাখি, গাছপালা,
স্থাবর জঙ্গম, পর্বতকন্দর, নদনদী।
পাষাণের চোখেও জল ঝরে
এদেরই আঘাত করলে।
এরাই মানুষ, এরাই দেবতা।
এসো, আমরা সবাই
মানুষের জয়গান গাই।