জীবনে প্রথম যারে বেসেছি ভালো
তারে কি কভু ভোলা যায়?
মন যারে চায়, তারে যদি নাহি পায়,
মন চেয়ে থাকে শুধু তার আশায়।
ভালবাসায় আছে যত দুঃখ আর বেদনা,
ভালবাসা জাতি-বিজাতি ভেদাভেদ মানে না,
ভালবাসা ধনী-নির্ধনী কিছু বোঝে না।
ভালবাসায় ঝরে চোখে জল,
ভালবাসা জয় করে সমস্ত বাধা-বিপত্তি সকল।
ভালবাসা ঈশ্বরের দান,
ভালবাসায় দুঃখ আছে, ব্যথা আছে,
আর আছে অভিমান।
ভালবাসা হৃদয়ের ফুটন্ত গোলাপ,
ভালবাসায় পাপ নেই, ভালবাসা চির নিষ্পাপ।
ভালবাসা মুছিয়ে দেয় কান্না আর চোখের জল।
ভালবাসা হৃদয়ের প্রস্ফুটিত কুমুদকমল।
ক্ষণিকের মিলন, মিলনের আনন্দে
জন্ম নেয় প্রেম প্রীতি ভালবাসা।
হয় হোক বদনাম, লাঞ্ছনা অপমান,
তবু মনে জাগে কত আশা।
সারা রাত জেগে জেগে, প্রেমরোগে ভুগে ভুগে,
শরীর অবশ হয়, ক্লান্ত হয়ে যায়।
ব্যথাভরা মন নিয়ে, দুচোখের জল মুছে,
ভালবাসা একদিন হারিয়ে যায়।
জীবনে প্রথম যারে বেসেছি ভালো
তারে কভু ভোলা নাহি যায়।
মন যারে চায়, তারে যদি নাহি পায়,
মন চেয়ে থাকে তবু তার আশায়।