সূর্য কেন ভুবনে মাগো
ছড়িয়ে দেয় এত আলো,
রাতের আকাশে চাঁদকে
কেন দেখতে লাগে ভালো।
ঐ দেখো মা জানলা দিয়ে
আসছে ঘরে আলো,
সকাল হলেই মাগো আমায়
পড়তে কেন বলো?
ঝির ঝির ঐ বৃষ্টিধারা
আসে কোথা থেকে।
নদীর ধারা কেন মাগো
চলে এঁকে বেঁকে?
আদা শুকোলে শুঁঠ হয় কেন
আঙুর শুকোলে কিসমিস,
আম শুকোলে কেন জাম হয়না
হলে দিতাম তোমায় বখশিস।
পাহাড়ের ঐ চূড়োগলো
কেন আকাশ ছুঁতে চায়?
আকাশ কেন মাঠের শেষে
দিগন্তে মিলিয়ে যায়।
গরম কালে বেজায় গরম
বলো কেন মাগো হয়?
শীতে কেন ঠাণ্ডা লাগে
উত্তুরে হাওয়া বয়?
বর্ষার দিনে মেঘগুলো কেন
ঘন কালো রঙে সাজে?
পূজোর সময় এলে কাছে
পূজোর সানাই কেন বাজে?
হেমন্তে মাগো কেমন করে
ভরে চাষীর ধানের গোলা?
অবশেষে কেন বসন্ত এলে
ঝরে যায় শুকনো গাছপালা?