বীজ থেকে কেন চারাগাছ হয়
ফুল থেকে কেন হয় ফল?
ধান থেকে চাল হয় মাগো
বরফ গলে কেন হয় জল?
বৈশাখ মাসে আম কেন পাকে
জ্যৈষ্ঠেতে পাকে খেজুর,
দুধ থেকে কেন ছানা হয়
আখের রস থেকে গুড়?
আষাঢ়ে কেন বর্ষা নামে
শ্রাবণে নদীতে আসে বান,
পুকুর মাঠ ঘাট জলে থৈ থৈ
মেতে ওঠে সবার প্রাণ
ভাদ্রমাসে ভরা গাঙে কেন
থাকে নাকো মাঝি ঘাটে?
আশ্বিনেতে দুর্গাপূজায় কেন
সবাই আনন্দে মেতে ওঠে?
কার্তিক মাসে কালীপূজায়
হয় কেন পাঁঠা বলিদান?
অঘ্রান মাসে বলো মাগো কেন
মাঠে পাকে নতুন ধান?
পৌষ মাসে কেন পিঠেপার্বণ
মাঘেও কেন শীত রয়?
বসন্তে কেন কোকিল ডাকে,
আমের মুকুল হয়?
ফাল্গুনে হোলি, দোলপূর্ণিমা কেন
চৈত্রেতে গাজন চড়কের মেলা,
বারো মাসে কেন তেরো পার্বণ
বর্ষে বর্ষে চলে নিত্য একই খেলা।
                         (চলবে)