দুই আর দুই-এ চার হয়
এটা তো জানে সবাই
দুই এর পাশে দুই দিলে
বাইশ হয়ে হয়ে যায়।
দুই আর একে তিন হয়
এটা সবার জানা।
দুই এক- এ দুই বলা
এক্কেবারে মানা।
দুই - এর আগে শূন্য বসালে
দুই-ই থেকে যায়।
দুই - এর পরে শূন্য বসলে
কি হবে সেটা বলা চাই?
এক-এ শূন্য দশ,
দশ-এ শূন্য শত।
হাজারে শূন্য বাদ দিলে
বলো থাকে কত?
বিজোড় সংখ্যার সাথে বিজোড়
জুড়লে জোড় সংখ্যা হয়।
জোড় সংখ্যায় জোড় জুড়ে
বিজোড় সংখ্যা কেন নয়?
দুই দ্বিগুনে চার হয়
দুই আর দুই-এ চার
এমনি একটা সংখ্যা বলতে
কেন মানতে হয় হার?