শোন রে মানুষ ভাই  
সবার চেয়ে মানুষই বড় এই দুনিয়ায়।
তোরা থাকিস অট্টালিকায় খাস দুবেলা পেট ভরে।
অনাহারে দিন কাটায় ওরা থাকে মাটির কুঁড়েঘরে।
রোদে পুড়ে জলে ভিজে,
দিনরাত ওরা লাঙল চষে।
ওরাই মানুষ ওরাই দেবতা ওদেরই জয়গান গাই।
ওদের চেয়ে বড় কেবা বল আছে এই দুনিয়ায়?
দিন রাত যারা হাতুড়ি চালায় অসুখ বিসুখ মানে না।
এদেরই ঝরা ঘাম দিয়ে তোদের গড়ে ওঠে কলকারখানা।
এরাই মানুষ এরাই দেবতা,
এদেরই জয়গান গাই।
এদের চেয়ে বড় কেবা বল আছে এই দুনিয়ায়।
হাতুড়ি, শাবল আর লাঙল চালায় যারা শুধু পেটের দায়ে,
দেবতার পায়ে ফুল না দিয়ে, ফুল দে তোরা ওদের পায়ে।
মানব রূপে দানব সেজে কেড়ে নেয় যারা মুখের গ্রাস
চালে তেলে ভেজাল দিয়ে, করছে দেশের ও দশের সর্বনাশ।
আসবে কবে সেই শুভদিন,
মানবে দানবে যুদ্ধ হবে, শোধ করতে রক্তঋণ।
হিন্দু নাকি মুসলমান তুই? এটাই আজ আর বড় নয়।
সবার উপরে মানুষ বড়, এটাই তোর আজ পরিচয়।
জাতি ও ধর্মে বিভেদ হলে,
দেশটা যাবে রসাতলে,
মাটি মায়ের সন্তান তোরা এটাও কি তোরা জানিস না।
তবে কেন মানুষকে তুই ভাই বলতে পারিস না?