খনির নীচে অন্ধকারে কয়লা কাটে যারা,
অন্ধকারে থেকে তাদের জীবন দিশেহারা।
মাটির নীচে খনি গহ্বরে,
দিনরাত যারা কাজ করে,
তারাই মানুষ, তারাই দেবতা, এটা কি তোরা জানিস না ,
তবে কেন বল ওদের তোরা, দেবতা বলে মানিস না।


পাহাড়ের গায়ে, লাইন বেয়ে চলছে রেলের চাকা,  
হাতুড়ির ঘায়ে, লোহার ফলকে যাদের আছে নাম লেখা।
হাতুড়ি, শাবল, গাঁইতি চালায়,
বিশ্রাম নেবার সময় কোথায়?
দিনরাত ওরা কাজ করে যায়, মাথার ঘাম পায়ে ফেলে,
ওদের গড়া রেল লাইন দিয়ে তোদের রেলের ইঞ্জিন চলে।


নীচু জাত বলে, যাদের ছুঁলে জাত যায় তোদের চলে,
তাদের কেন দূরে রাখিস অস্পৃশ্য জাত বলে।
মুচি ও চামার, মেথর, ঝাড়ুদার,
সমাজের ওরা করে উপকার,
সমাজের চোখে ছোট জাত হলেও পবিত্র জাত ওরা।
ওরাই মানুষ, ওরাই দেবতা ওদেরই জয়গান গাই।
ওদের চেয়ে বড় কেহ নয়, এই ভবের দুনিয়ায়।


শোন্ রে মানুষ ভাই-
জগতে কেবল জাত একটাই, আর কোন জাত নাই।