জয় বাবা লোকনাথ।
তোমার চরণে জানাই শতকোটি প্রণাম আমার।
হে বাবা লোকনাথ!
তোমার চরণে জানাই কোটি কোটি প্রণাম আমার।
করুণাময় সিন্ধু তুমি,
মন্দির তব পূণ্যভূমি,
সে মন্দিরে যেবা যায়,
বাঞ্ছিত ফল পায়,
সেথা তাই সে আসে বারে বার,
লহ দেব সহস্র কোটি প্রণাম আমার।
জয় বাবা লোকনাথ,
তোমার চরণে জানাই কোটি কোটি প্রণাম আমার।
রণে, বনে, জলে, জঙ্গলে,
কভু কেউ বিপদে পড়লে
যেবা লয় নাম তোমার,
তুমি তারে করহ উদ্ধার।
হে বাবা লোকনাথ!
তোমার চরণে জানাই সহস্র কোটি প্রণাম আমার।
লহ দেব কোটি কোটি প্রণাম আমার।
অন্তরেতে আছ তুমি হৃদয়ে আমার।
ভক্তিপুষ্প অর্ঘ্য দিয়ে পূজা করিব তোমার।
তুমি সৃষ্টি, তুমি স্থিতি
তুমি প্রলয়ের গতি,
অগতির গতি তুমি, আশা নিরাশার।
ফুলে ফলে আছ তুমি, কভু সাকার কভু নিরাকার।
তুমি জগতের গুরু,
ভক্তবাঞ্ছা কল্পতরু
তোমার আশিস মাথায় নিয়ে
জীবনপথে পথ চলা  হোক শুরু।
পাপী তাপী উদ্ধারে,
আসিয়াছ বারে বারে
তুমি প্রভু এই ধরাধাম।
প্রভাতে স্মরণ করি নিত্য তব নাম।
অপার মহিমা তব
কবিতায় কি বর্ণিব,
আমি তব অধম সন্তান।
তুমি ভবের কাণ্ডারী আমায় কর পার।
হে বাবা লোকনাথ,
তোমার চরণে মোর শতকোটি প্রণাম আমার।
জয় বাবা লোকনাথ,
লহ দেব কোটি কোটি প্রণাম আমার।