গুরু গম্ভীর মেঘের গর্জন,
চমকে ওঠে অশনি যখন,
মনে হয় এই বুঝি
বরষার আয়োজন।
বৃষ্টি নামে মুষলধারায়,
মাঠঘাট জলে ভরে যায়
নদীতে আসে বান।
চাষীর চাষ করে
সন্ধ্যা হলে ঘরে ফেরে,
আনন্দে মেতে ওঠে প্রাণ।
আকাশপারে পুবের কোণে
মেঘে ঢাকা সূর্যটা ওই
যেমন হাসে আড়াল থেকে।
অমনি যেন কোথা থেকে
একখণ্ড কালো মেঘ এসে
দেয় তাকে ঢেকে।
গুরু গুরু মেঘের গর্জন,
অতি দুরন্ত বরিষণ
মনে হয় কোথা যেন
হতেছে প্রলয়।
ঝমাঝম বৃষ্টি ঝরে
কড় কড় বাজ পড়ে
সৃষ্টি বুঝি হয়ে যাবে লয়।
এমনি বাদল দিনে
ঘরে যায় ছাতা কিনে,
রায়বাবু গাঁয়ের প্রধান।
পাগলা দাশু বসে ঘরে
একতারাতে নতুন সুরে
গাইছে বসে মিঠে বাউলগান।
আকাশ মেঘে ঢাকা
নাইকো কূলে কেউ,
নদীতে আসে বান
উপছে পড়ে ঢেউ।
উপর্ঝরুন দারুণ বাদলে
নৌকা বেঁধে কুলে।
মাঝি চলে গেছে নিজের ঘরে।
নিয়ে তবলা হারমোনিয়াম
চলে মনসার ভাসান গান,
যাত্রা হয় সারারাত ধরে।