শ্মশান তোরে ডাক দিয়েছে ভাবিস কেন মন।
শান্তির ঘুম ঘুমোবি শ্মশানে, যেদিন হবে তোর মরণ।
জন্মিলে মরিতে হবে
অমর বল কে এই ভবে?
একদিন হবে অবশ্যই মরণ।
ভাগ্যবিধাতা লিখে দিয়েছে একদিন হবে মরণ।
মিছেই আমার আমার করে ভাবিস কেন মন।
ওরে মন...
একদিন হবে অবশ্য মরণ।
মিছেই ভাবিস ওরে মন।
একদিন তোরে যেতে হবে ওরে শমন ভবন।
আত্মীয় স্বজন, আপনার জন করবে রে ক্রন্দন।
মায়ার এ সংসার, সকলি মায়াময়
শুধুমাত্র আসা যাওয়া, দু’দিনের পরিচয়,
কেহ রবে নাকো চিরদিন
যেতে হবে চলে একদিন।
স্ত্রী, পুত্র পরিবার,
কেহ নহে আপনার,
বন্ধুবান্ধব আত্মীয় পরিজন।
টাকা পয়সা, বাড়ি গাড়ি,
সোনাদানা, বিষয়কড়ি,
সবকিছু রেখে চলে যেতে হবে
মিছেই কেন ভাবিস ওরে মন।
শেষ ঘুমে যেদিন ঘুমোবি রে তুই
সে ঘুম তো কোনদিন ভাঙবে না।
টাকা পয়সা বাড়ি গাড়ি তোর
কিছুই সঙ্গে যাবে না।
সময় থাকতে একবার তারে কেন করিস না স্মরণ
অন্তিমকালে হরি বলে কেন ডাকিস নারে মন।
ওরে মন....
ভবের এই সংসার
দেখবি সেদিন অন্ধকার।
শান্তির ঘুম ঘুমোবি মাটিতে, মুদলে রে দু’নয়ন।
ভাগ্যবিধাতা লিখে গেছে ওরে একদিন হবে মরণ।
দিন ফুরায়ে গেল,
জীবনে সন্ধ্যা এল,
এমন জীবন মন ওরে, করিস তুই গঠন।
মরণেতে হাসবি রে তুই, কাঁদবে রে ভুবন।