মা আমার, মাটি আমার শুনি মাটি মায়ের গান
বাংলার গানে ভরে ওঠে হৃদয় মন আর প্রাণ।
কোকিল ডাকে আমের গাছে কুহু কুহু স্বরে,
ভোরের বেলা পাখিদের গান শুনি  প্রাণ ভরে।


ফিঙে পাখি নাচে গাছে দোয়েল গাহে গান,
মধুর সুরে পাপিয়ার গান জুড়ায় মন আর প্রাণ।
মেঠো পথে গাঁয়ের রাখাল বাঁশি বাজায় দূরে।
মন মাতানো বাঁশির সুরে মন যে পাগল করে।


একতারা আর খঞ্জনিতে মিঠে বাউল গানের সুর,
মন পাগল করা ঐ গান শুনে, প্রাণ যে হয় আকুল
মন্দিরে বাজে কাঁসর ঘণ্টা, আরতি হয় যখন
ঢাকের শব্দে ভুবন কাঁপে, ভুলায় নয়ন মন।


শ্রীখোল করতাল মৃদঙ্গ বাজে শ্রী হরির মন্দিরে,
কীর্তন গান শুনে আমার পরাণ পাগল করে।
গাঁয়ের শেষে হাটতলাতে কবিগানের আসর বসে,
বঙ্গদেশ ভঙ্গ হলেও তবু বঙ্গ ভরা কত রঙ্গ রসে।


যাত্রাপড়ার মাঠে বসে শুনি যাত্রা গানের পালা।
রাতে শুয়ে ঘুম আসে না প্রাণে জাগিয়ে দেয় দোলা।
চণ্ডীতলার আটচালাতে বসে শুনি মা মনসার ভাসান।
বাংলা আমার গানের রাজা, পাখির কণ্ঠে ঘুম ভাঙানোর গান