আঁধার ভরা  
জীবনে আমার
রুদ্ধ হয়ে গেছে হৃদয় কপাট।
আমি যেন এক নিঃস্ব নদীর ঘাট।


মাঝি গেছে চলে
নৌকা বেঁধে কূলে
আজি শূন্য নির্জন খেয়াঘাট
আমি যেন এক নিঃস্ব নদীর ঘাট।


জীবনের খেলাঘর
ভেঙে গেছে মোর
বসে না কো আর চাঁদের হাট।
আমি যেন এক নিঃস্ব নদীর ঘাট।


মিটলো না আশা,
আশা হলো নিরাশা
শূন্য জীবন মোর খেলার মাঠ।
আমি যেন এক নিঃস্ব নদীর ঘাট।


জীবন খাতায়
কবিতার পাতায়
শেষ হলো মোর কবিতা পাঠ।
আমি যেন এক নিঃস্ব নদীর ঘাট।