পিতৃপক্ষ শেষ হয়ে দেবীপক্ষ আসে,
শরতের আকাশেতে সাদা মেঘ ভাসে।
সকালে সোনার বরি উদিত গগনে,
মৃদুমন্দ সমীরণ দোলা দেয় মনে।
শিউলি ফুলের বনে ভ্রমিছে ভ্রমর,
মধু লোভে আসে তথা মত্ত মধুকর।
নিশির শিশির ঝরে কচি কচি ঘাসে,
সোনালি রোদ্দুর তাতে মুক্তো হয়ে হাসে।
সরোবরে বিকশিত কুমুদ কমল,
তরু শাখে গাহে বসি বিহগ সকল।
নদীতীরে কাশবনে শুভ্র সমারোহ,
সোনালি ধানের খেতে সবুজ বিদ্রোহ।
বাঙালির দুর্গাপূজা ভারি ধূমধাম।
দুর্গাপূজা উৎসবে মেতে ওঠে গ্রাম।