নিঝ্ঝুম রাতে
আকাশের চাঁদ
                  জোছনা দেয় ছড়িয়ে।
লক্ষ তারা হাসে
আকাশের গায়ে
                     হৃদয় রাখে ভরিয়ে।
সময়ের নদী
হয়ে বেগবতী
                         কুলু কুলু বয়ে চলে,
থেমে গেছে হেথা
ব্যস্ত ঘড়ির কাঁটা,
                    সময় কথা বলে।
সুরের আকাশে হেথায়
হৃদয়ের ছিন্ন বীনায়,
                         হারানো সুর মনে পড়ে।
হৃদয় বীনার তারে জোড়া
শিশিরে ভেজা কাগজে মোড়া
                           ভালবাসার পাখনা মেলে ওড়ে।