জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী
দুর্গা শিবা ক্ষমাধাত্রী স্বাহা স্বধা নমোহস্তুতে।
কালী করালবদনী মা, তারা তারকব্রহ্মময়ী।
হে দেবি! তুমি এসো, শঙ্খ চক্র গদা
খড়্গধারিণী কালী কপালিনী--
মা ছিন্নমস্তা। তুমি নেমে এসো মা
এ ধরায় নমমুণ্ডমালিনী রুপে।
অশুভ শক্তির বিনাশ কারিনী দেবী
তোমায় নতজানু হয়ে প্রণাম করি।
তুমি জাগো মা, তুমি না জাগলে
তোমার সন্তুানকুল ঘুমিয়ে পড়বে।
সন্তানকে অভয় দাও মা কালিকে।
ওঁ করাল বদনা ঘোরাং মুক্তকেশী চতুর্ভূজা,
কালিকাং দক্ষিণা দিব্যাং মুণ্ডমালা বিভুষিতাং।
ওঁ হ্রীং কালিকায়ৈ নমঃ । দেবী চণ্ডীকায়ৈ নমঃ