মহাতীর্থ পূণ্যতীর্থ দেবী পীঠস্থান
বীরভূম জেলাস্থিত তারাপীঠ নাম।
উর্দ্ধোগামী পূন্যোতোয়া বহিছে দ্বারকা
সম্মুখে শ্মশান ঘাট নির্জন এলাকা।


সাধক তান্ত্রিক যত কাপালিকগণ
সিদ্ধাসনে বসি জপ করে অগণন।
চিত্ত হয় ভয়শূণ্য আসিয়া শ্মশানে
জয়তারা বলে যদি ডাক ভক্তি মনে।


চতুর্দিক মুখরিত দেবী  জয়গানে।
মায়ের মন্দিরে ভিড় দেবী দরশনে।
ধূপদীপ, ফলমূল, প্রসাদের থালা,
করয়ে প্রদান সবে রক্তজবা মালা।


বামদেব হেথা আসি করিয়া সাধনা।
বামাক্ষ্যাপা নামে খ্যাত করি আরাধনা।