কবিতার আসরের যত কবিগণ
সবারে করিনু আমি চরণ বন্দন।
এতদিন লিখিলাম যতেক কবিতা,
স্মৃতি হয়ে লেখা হবে কবিতার পাতা।
আমার কবিতা সব গাঁথা এক মালা,
অর্ঘ্য পুস্পে সাজালাম বরণের ডালা।
ভক্তি শতদলে পুজি কবিতা আসর,
মহামান্য জ্ঞানীজন যত কবিবর।
ভ্রান্তি যদি হয়ে থাকে ক্ষমা কর আজ,
করহ মার্জনা মোরে হে কবি সমাজ।
সকল কবিতা আমি দিনু উপহার,
কবিতার গাঁথা মালা সাহিত্য-সম্ভার।
শততম কবিতায় হয় যদি ভুল,
ক্ষমা করে ভেবে নিও কবিতার ফুল।


(সবারে করি আহ্বান। আসুন, আমরা সবাই একত্রিত হয়ে বাংলা কবিতা আসরের পাশে এসে দাঁড়াই। কবিতার আসর আমাদের মধ্যেই বেঁচে থাকুক। একে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের সকলের।)