ভায়ের কপালে যদি ফোঁটা দেয় বোন,
ঘুচে যায় যমভীতি মৃত্যূর কারণ।
চন্দনের ফোঁটা দেয় ভ্রাতাকে ভগিনী,
হেন কাজ করে যথা মৃত্যু সঞ্জীবনী।
ভায়ের কপালে বোন যদি ফোঁটা দেয়,
কার সাধ্য যমরাজ ভাই কেড়ে নেয়।
হিন্দু শাস্ত্র বিধি মতে রয়েছে বিধান,
ভায়ের কপালে বোন ফোঁটা করে দান।
ভ্রাতৃভালে ফোঁটা দিলে আয়ু বৃদ্ধি হয়,
প্রতি বর্ষে ভাইফোঁটা শা্স্ত্র মতে কয়।
ফলমূল মিষ্টি আদি ধূপদীপ জ্বলে,
বোন করে ফোঁটা দান ভায়ের কপালে।
বর্ষে বর্ষে ভাইফোঁটা দীপাবলী পরে,
ভাইফোঁটা উৎসব প্রতি ঘরে ঘরে।