ভোরের মুক্ত বাতাসে
দূর থেকে ভেসে আসে
                   প্রভাত পাখির কণ্ঠে গান।
সকালে সোনালী রোদ্দুরে
কুয়াশা জানায় সরে দূরে
                       বিদায় বেলার অভিমান।
শীতের অচেনা সকাল
ছন্দ, লয়, সুর ও তাল
                      হৃদয়ে হারানো সুরের গীত।
শুনি হৃদয়ের গান,
প্রাণ করে আনচান
                        চায়ের কাপে জমে ওঠে শীত।
টিভি ও খবরের কাগজ
মস্তিষ্কের অলস মগজ
                           হৃদয়ে ভালবাসার ফুল ফোটে।
শীতের খেয়ালী মেজাজ
হিম হয়ে জমেছে আজ
                            বিদীর্ণ হৃদয়ে তবুও ঝড় ওঠে।
রাতের আকাশে তারা
সারারাত জেগে সারা
                          চুপিচুপি চাঁদ কথা বলে।
রাতে শীত শীত ঘুমে
কারা যেন কান্না ও ঘামে,
                         সাপের বিষ দেয় ঢেলে।