আমার গাঁয়ের সীমানার শেষে
দিগন্তমাঠ আকাশতলে মেশে
                     সবুজ গাছের সারি আর দূরে অন্য গ্রাম।
পথের বাঁকে বাঁকা নদী
বর্ষাকালে হয় বেগবতী
                        কুল কুল বহে চলে নদী অবিরাম।
গাঁয়ের মাঝে নয়নদীঘি জলে
আছে ভরা শালুক, পদ্মফুলে
                            জাল ফেলে জেলেরা ধরে মাছ
সেই নয়নদীঘির উত্তর পাড়ে,
কুলকাঁটার ঝোপ ধারে ধারে
                            পূবের কোণে বিশাল এক বটগাছ।
গাঁয়ের পাশে তাল খেজুরের সারি
রাঙামাটির গাঁকে দেখায় সুন্দর ভারি
                          ফকিরডাঙায় গরু, মোষ, রাঙীবাছুর চরে।
রাঙামাটির লাল ধূলো সরানে
রাখাল বাজায় বাঁশি আপনমনে
                            দূরের আকাশে চিল বেড়ায় উড়ে।