আজকের পৃথিবাটা ভাগ্যের চাকার মতো
অবিরত বনবন ঘুরছে।
দুর্ভাগ্যের কালো, চাদরে মুখ ঢেকে
প্রতিদিন কত লোক মরছে।
চেনা পৃথিবীতে, অচেনা মানুষের দল
মানুষের বুকে মারে ছুরি।
আইনের রক্ষক, আদালতের কাঠগড়ায়
নির্বিবাদে চালায় গুলি।
জীবনে চলার পথে প্রতিটি পদে পদে
আছে কত মৃত্যুর ভয়।
লোভের অস্ত্রে ওরা লালসার শান দেয়
দিনে দিনে জীবনের ক্ষয়।
রাতের অন্ধকারে, ওরা প্রকাশ্যে খুন করে
রক্তে রাঙা দিল্লীর রাজপথ ।
ওদের অট্টালিকায় শত সুখ জমা আছে
কারা গড়ে ওদের স্বপ্নের ইমারত?
অচেনা স্মৃতির সোনালি সূতোয় যাদের
নামটি আছে লালকালিতে লেখা।
রক্তশোষক ওরা, অথচ ওরাই শাসক সাজে।
রাতের আঁধারে, তাদেরই পাবে দেখা।