পূবের আকাশে নেমেছে কুয়াশা
দূরে ধোঁয়াময় বাঁশঝাড়,
দিঘির জলে না ফোটা পদ্মের
আর্তনাদের উঁচু পাহাড়।


অলস, অবশ, বিষণ্ণ দুপুর,
শুয়ে আসে নাকো ঘুম,
সূর্য্যি ডোবে, আঁধার নামে
রাতি হয়ে আসে নিঝুম।


না ফোটা ফুলের কুঁড়িগুলো সব
দুর্বিসহ ব্যথায় জাগে,
গোলাপফুলের পাপড়িতে আজ
শীতের আমেজ লাগে।


কুকুর, বেড়াল শীতে কাঁপে,
মাঝরাতে শেয়াল ডাকে।
দিঘির জলে পদ্মপাতায়
রাতের শিশির জমে থাকে।


শীতের রাতে ঘুমায় সাগর,
বিশ্বের বরফে ঢাকা প্রান্ত।
রাতের আকাশে চাঁদ ও তারা
সারারাত জেগে থাকে অবিশ্রান্ত।


জোছনারাতে কত শত ছায়া
দিতে চায় পাড়ি চাঁদে।
না ফোটা ফুলের কুঁড়িগুলি সব
শীতের রাতে একা কাঁদে।