দু’দিনের এই পান্থশালায়
কেহ আসে কেহ চলে যায়,
                   হাসি কান্নার দিন শেষ হয়।


কেহ কাঁদে, কেহ হাসে
কেহ আঁখিজলে ভাসে,
                     ঘরে ফিরে যাবার সময়।


দু’দিনের এই ভবের হাটে
মিথ্যার মেঘে বেলা কাটে,
                         সত্যিকথা বলতে লাগে ভয়।


মায়ার এই সংসার,
সর্বনাশা কাল ঝড়,
                      তিলে তিলে জীবনের ক্ষয়।


সুখ শান্তি ভালবাসা,
মিছে সবে করে আশা,
                       মনে জাগে দারুণ সংশয়।


শোক তাপ ব্যাধি জরা,
হৃদয়বীণা বিদীর্ণ করা,
                         প্রতি পলে আনে মৃত্যুভয়।