স্বপ্নে দেখা রাজকন্যে
বলছে আমার কানে,
ছন্দে, সুরে, কথা আর
ভালবাসার গানে।


ঘুমের ঘোরে স্বপ্ন দেখি রাতে,
দেখা হলো রাজকন্যের সাথে।


কুচ বরণ কন্যা তার
কালো বরণ চুল,
কানে তার ঝুমকো লতা
খোঁপায় চাঁপা ফুল।


গলায় তার গজমোতির হার,
পায়ে নুপুর আহা! কি বাহার!


হঠাৎ আমি চমকে উঠি
দেখি ঘুমের মাঝে।
রাক্ষস খোক্কস এগিয়ে এসে
বসল আমার কাছে।


ভয়েতে মোর কাঁপছে দেহখানা
রাক্ষসদের সামনে যেতে মানা।


সোনার কাঠি, রুপোর কাঠি
ছিল আমার হাতে,
ঠেকিয়ে দিতেই রাক্ষস দুটো
আমায় এলো খেতে।


আমি বলি শোনরে রাক্ষস খোক্কস
সামনে আয় দেখি তোদের সাহস।


সোনার কাঠি, রুপোর কাঠি
আবার ছুইয়ে দিতে,
রাক্ষস খোক্কস রক্ত মুখে
লুটিয়ে পড়ে মাটিতে।


আমি তখন রাজকন্যে নিয়ে,
অতি সত্বর এলাম পালিয়ে।


পেরিয়ে এলাম তেপান্তরের মাঠ
সাত সমুদ্র তেরো নদীর পার,
সোনার কাঠি  রুপোর কাঠি
আজও সঙ্গে আছে আমার।