শ্মশানে চিতাবহ্নি জ্বলে,
মিছেই কাঁদ নয়ন জলে,
জগৎ মাঝারে সে তো নাই।
পৃথিবীর সকল মায়া,
নীরবে সব ত্যাগ করিয়া,
স্বর্গে পেয়েছে সে ঠাঁই।
মিছে কেন ভাব মন,
এ জীবন নিশার স্বপন,
দিনের শেষে সূর্য অস্ত যায়।
সুখ, শান্তি, ভালবাসা,
দুঃখ, ব্যথা, কাঁদা, হাসা,
চিতাবহ্নিতে সকলি মিলায়।
দু’দিনের আসা যাওয়া,
সবকিছুর চাওয়া পাওয়া,
নিমেষে নিঃশেষ হয়ে যায়।
সবকিছু বিলিয়ে দিয়ে,
ব্যথাভরা মন নিয়ে,
পৃথিবী হতে নেয় চিরবিদায়।
ঐ যে জ্বলন্ত চিতা
উঠিছে যে বহ্নিশিখা,
দিগন্ত লাল হয় রক্তিম আভায়।
কবির মনে দারুণ আশা,
নীরব মনের ভালবাসা,
দেহ মন পুড়ুক চিতার বহ্নিশিখায়।