প্রিয় আজ আর নেই,
প্রিয় হারিয়ে গেছে,
প্রিয়ার চোখে জল,
সাজানো সংসার গেল ভেসে।


ছন্দহারা পৃথিবী মায়াবী রাতে
তাই একেলা শুধু কাঁদে।
জোছনা মরে গেছে।
রাতের আকাশে চাঁদ ওঠে নি।
অজস্র তারারা মিটিমিটি করে জ্বলে।
ঝিঁ ঝিঁ পোকারা কথা বলে,
জোনাকিরা শুধু অন্ধকারে জ্বলে।
প্রিয় আজ আর নেই,
প্রিয় হারিয়ে গেছে,
প্রিয়ার চোখে জল,
সাজানো সংসার গেল ভেসে।


দিঘিতে ফোটে নি পদ্ম শালুক,
না ফোটা ফুলের কুঁড়িগুলো সব
সব অভিমানে গেছে ঝরে।
প্রিয় বিরহে কাতরা যুবতীর
দু’নয়নে আজও জল ঝরে।
প্রিয় আজ আর নেই,
প্রিয় হারিয়ে গেছে,
প্রিয়ার চোখে জল,
সাজানো সংসার গেল ভেসে।


ফুটফুটে ছোট্ট কচি মেয়েটা
আজও তার বাবাকে খুঁজে পেতে চায়।
যাকে চায়, তাকে পায় না।
না পাওয়ার ব্যথা তাকে দেয় সান্ত্বনা।
হায়রে অবোধ কচি শিশুমন!
মায়ের কাছে আবদান যখন তখন,
মা বাবা কবে আসবে?
প্রিয় আজ আর নেই,
প্রিয় হারিয়ে গেছে,
প্রিয়ার চোখে জল,
সাজানো সংসার গেল ভেসে।