সময় কহে, চলার পথে
চলবে দ্রুতগতি।
নদী কহে, আপন বেগে
হবে বেগবতী।
সূর্য কহে, তেজে হবে
বহ্নিশিখা সম।
বায়ু কহে, ব্যাপ্ত হবে
শিক্ষানীতি মম।
চন্দ্র কহে, কইবে কথা
হেসে হেসে অনর্গল।
সাগর কহে, ঢেউয়ের মতো
আনন্দে হবে উচ্ছল।
পাহাড় কহে, স্থির হও
হয়ো নাকে চঞ্চল,
পর্বত কহে, দৃঢ় সংকল্পে
রইবে পড়ে অটল।
তরু কহে, সহিষ্ণু হও
ধৈর্য ধরো অবিরাম।
ফুল কহে, সুন্দর হও
চিরসুন্দর ধরাধাম।


চন্দ্র সূর্য গ্রহ তারা
পৃথিবীর এক পাঠশালা,
প্রকৃতির রঙ্গশালায়
নতুন নতুন পাঠমালা।