হৃদয়বীণার তারে
যে সুরের ঝংকারে,
               জাগে মনে নিত্য নব আশা।


নীরব মনের গহনে,
স্তব্ধ প্রানের স্পন্দনে
              কথা বলে কবিতার ভাষা।


জীবনের শূণ্য খাতায়
কবিতার পাতায় পাতায়,
             লেখা আছে কত হাসি গান।


ফুলের বনে বনে,
মধুকরের গুঞ্জনে,
             আকাশে ভাসে ঐক্যতান।


এ জীবন মধুময়,
যেন এক কিশলয়,
             জীবন নিশার স্বপন সম।


ছন্দে প্রকাশের ভাষা
কবিতার ভালবাসা
            চিত্তে জাগায় আশা মম।