সুরের আকাশে,
ভোরের বাতাসে
             সুরে সুরে কারা যেন গান গায়।


শাল পিয়ালের বনে,
বিহগের কলতানে
             ভালবাসা বুঝি হার মেনে যায়।


নীরব দুপুরে,
ছন্দ ও সুরে,
             কারা যেন কানে কানে কিছু বলে যায়।


নির্জন সন্ধ্যায়
আকাশের গায়,
                   সাদা বক পাখা মেলে উড়ে যায়।


পরিস্কার নদীজলে,
চাঁদের জোছনা খেলে
              বিবর্ণ রাতের তারারা মিটিমিটি চায়।