গাঁ আমার, মাটি আমার, আমার জন্মভূমি।
মেঠো গাঁয়ের মেঠো পথে, মাটির গান শুনি।
মাটিতে সোনার ফসল ফলে,
মাটিকে ডাকি মা মা বলে,
মাটির বুকে শুয়ে থাকি, কল্পনার জাল বুনি।
মাটি মায়ের গান আমি কান পেতে শুনি।


সবুজ গাছের ছায়া আমার গাঁকে ঢেকে রাখে।
সেই গাছেরই শাখে শাখে, নিত্য কোকিল ডাকে।
গাঁয়ের মাটি, গাঁয়ের ভাষা,
মাটি মায়ের ভালবাসা,
গাঁয়ের পথে চলতে গিয়ে, মনে পড়ে মোর মাকে।
বারে বারে আসতে মন চায় মাটি মায়ের ডাকে।


গাঁ আমার মাটি আমার, মাটি আমার মা।
গাঁয়ের ছায়া মাটির মায়া, ভুলতে পারি না।
সবুজ বনানী ছায়ায়,
গাছের পাতায় পাতায়,
গাঁয়ের মাটিতে শিখেছি আমি মাটির বন্দনা।
সেই জন্মভূমি মাটি আমার আসল ঠিকানা।